×

জাতীয়

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে মঞ্চায়ণ হলো চার নাটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ০৭:৩৯ পিএম

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে মঞ্চায়ণ হলো চার নাটক

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে মঞ্চায়ণ হলো চার নাটক। ছবি: ভোরের কাগজ

   
দুই বাংলার শিল্পীদের পারস্পারিক সংস্কৃতির অভিজ্ঞতা বিনিময় এবং জনগণের আত্মার ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে রাজধানী ঢাকায় চলছে দ্বাদশ গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২৩। সংস্কৃতি কর্মীদের প্রাণবন্ত উপস্থিতির পাশাপাশি প্রতিদিন এ আয়োজনে যোগ দিচ্ছেন সারা দেশের সংস্কৃতি কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষেরা। শিল্পকলা একাডেমি থেকে বেইলী রোড প্রাঙ্গন যেন হয়ে উঠেছে উৎসবের রঙে রঙিন এক মিলনমেলা। বর্ণাঢ্য এ আয়োজনে উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি চলছে বিভিন্ন দলের নাট্য পরিবেশনা। সোমবার ( ৯ অক্টোবর) উৎসবের চতুর্থতম সন্ধ্যায় মঞ্চায়ণ হলো চারটি নাটক। জাতীয় নাট্যশালার মুল মিলনায়তনে মঞ্চায়ণ হয়েছে নাটকের দল অনুস্বর এর প্রযোজনা ‘রায়মঙ্গল’। এতে সুমন মজুমদারের উপন্যাসের নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সাহিত্যিক সাইফ সুমন। নাটকটির গল্প সম্পর্কে নির্দেশক জানান, কাল বদলায়, নানান চড়াই উতরাই পার করে জনপদ নির্মাণ হয়, হতে থাকে। প্রকৃতি-মাটি-শ্বাপদের সঙ্গে কখনো লড়াই, কখনো প্রেম, এমন কত বৈচিত্র্যের ধারাহিকতায় মানুষ টিকে যায়। মানুষের বেঁচে থাকার গল্প দীর্ঘ হয়ে যুগ-যুগান্তরে পৌঁছায়। প্রকৃতি নির্ভরতায় নির্মিত মৌয়ালি জনপদে ন্যায়-অন্যায়ের নির্বিশেষ জীবন সংগ্রাম আর লোভ-লালসায় অমানবিকতা যেন সমান্তরাল। প্রেম, ক্ষুধা, জীবিকার চিরন্তন সংগ্রামে দল-উপদলে হানাহানির পাশাপাশি অধুনা-ধর্ম-রাজনীতি ব্যবহার করে সংখ্যালঘু উৎপাটনের গল্প ‘রায়মঙ্গল’। স্থান-কালভেদে বর্তমান সমাজের প্রবৃত্তিরই যুগ-যুগান্তরের গল্প এটি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রশান্ত হালদার, সাকিল সিদ্ধার্থ, মাহফুজ সুমন, মাজেদুল মিঠু, নুরুজ্জামান সরকার, জয়ন্ত ভক্ত, ফরিদা লিমা, মেরিনা মিতু, পিয়ার মোহাম্মদ, দীপ্ত উদাস, আবির সায়েম, আরিফুর রহমান, কায়সার আহম্মেদ, যাজ্ঞোসীনি মৌ, মুত্মাইন্নাহ রীমা, এস আর সম্পদ ও মোহাম্মদ বারী। নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস, সংগীত পরিকল্পনায় রামিজ রাজু, পোশাক পরিকল্পনায় মাজেদুল মিঠু। এ ছাড়া পরীক্ষণ থিয়েটার হলে দেশ নাটকের প্রযোজনা ‘পারাপার’। নাটকটির রচনায় ছিলেন মাসুম রেজা এবং নির্দেশনা দিয়েছেন ফাহিম মালেক ইভান। স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ণ হয়েছে উত্তরীয় থিয়েটারের প্রযোজনা ‘বঙ্গমাতা’। নাটকটি রচনা করেছেন আনিসুর রহমান এবং নির্দেশনা দিয়েছেন দিব্যেন্দু উদাস। বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে লোক নাট্যদলের (বনানী) প্রযোজনা ‘সুন্দর’। মোহিত চট্টোপাধ্যায় রচিত নাটকটিতে নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। জাতীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তনে কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রযোজনা ‘আবৃত্তি বন্ধ ঘরের আগল ভাঙো’ ও তক্ষশীলা পল্লী বাংলার ব্রতচারী সংঘর প্রযোজনা ব্রতচারী নৃত্য ‘বিশ্ব মানব হবি যদি শাশ্বত বাঙালি হ’। এর আগে বিকালে উন্মুক্ত মঞ্চে শিশু সংগঠন নন্দনকুড়ি দলীয় আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মনোজ্ঞ অনুষ্ঠানমালা। এতে দলীয় সঙ্গীত পরিবেশন করে সমস্বর ও সপ্তরেখা শিল্পীগোষ্ঠী, দলীয় আবৃত্তি পরিবেশন করে সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র ও মানচিত্র, দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যসুর, পথনাটক পরিবেশন করে রঙ্গপীঠ নাট্যদল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App