বাস চাপায় আহত পথশিশুর মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ০১:৪৩ পিএম

রাজধানীর খিলক্ষেত লা-মেরিডিয়ান হোটেলের সামনের রাস্তায় বাস চাপায় আহত পথশিশু প্রিয়া (৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এই ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুর রহমান বাদল জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে লা মেরিডিয়ান হোটেল সংলগ্ন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো ওই পথশিশু। তখন হঠাৎ রাস্তার মাঝখান দিয়ে দৌড় দেয় সে। এসময় প্রচেষ্টা পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে। খবর পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি দেখে মধ্যরাতে ঢাকা মেডিকেল নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, নিহত ওই পথশিশুর সঙ্গে থাকা অন্য শিশুদের মাধ্যমে জানা গেছে, তারা ওই এলাকায় বিভিন্ন রাস্তায় ঘুরাফেরা করে। প্রিয়া নামে ওই শিশুটির বাবা-মায়ের নাম বা ঠিকানা জানা যায়নি।
এই দুর্ঘটনার পর বাসটি রেখে পালিয়ে যায় চালক। পরে বাসটি জব্দ করা হয়।