পুলিশের এসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২১

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ০৯:২১ এএম

ছবি: সংগৃহীত
২০২৩ সালের বাংলাদেশ পুলিশের এসআই (নিরস্ত্র) পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে।
৯২১ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ১৭ অক্টোবর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অনুষ্ঠিত হবে।
এই পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে প্রার্থীদের জানানো হবে।
লিখিত এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের চূড়ান্ত ফলের তালিকায় অন্তুর্ভুক্ত করা হয়েছে।
চূড়ান্ত ফল পাওয়া যাবে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.police.gov.bd)।