বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটে আলোচনা সভা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ০৯:৫৩ পিএম

শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট আয়োজন করল আলোচনা সভার। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) হাসপাতালের অডিটোরিয়ামের আলোচনা সভায় আয়োজিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্নসচিব অতুল সরকার। সভার সভাপতিত্ব করেছেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা।
প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিভাগের সচিব জাহাঙ্গীর আলম যোগদান করার কথা ছিল। বিশেষ অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম , স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমানও অনুপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মুহাম্মদ জাহাঙ্গীর আলম ধন্যবাদ জ্ঞাপন করেন। আলোচনা অনুষ্ঠানের আগে একটি আনন্দর্যালী বের করা হয়। তারপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন হাসপাতাল কর্তৃপক্ষ।