রাত ৮টার মধ্যে আশ্রয়কেন্দ্রে আসার নির্দেশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ১২:৪৫ পিএম

ঘূর্ণিঝড় হামুন মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ১০টা থেকে সকাল ১০টার মধ্যে উপকূল অতিক্রম করবে। রাত ৮টার মধ্যে উপদ্রুত উপকূলবাসীসহ ঝুঁকিপূর্ণ ১০ জেলার মানুষকে আশ্রয়কেন্দ্রে আসার নির্দেশ দিয়েছে সরকার।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সচিবালয়ে ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে আবহাওয়ার ১০ নম্বর বিশেষ বুলেটিনে জানানো হয় মঙ্গেলবার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিমি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪১০ কিমি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩২৫ কিমি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩১০ কিমি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।