×

জাতীয়

সংসদ সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক লাবণ্য আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ০৮:৩০ পিএম

সংসদ সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক লাবণ্য আর নেই
   
জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক (উপসচিব) লাবণ্য আহমেদ আর নেই। মরহুমার ফুফাতো ভাই গণমাধ্যম ব্যক্তিত্ব ও কুল এক্সপোজারের নির্বাহী পরিচালক এরশাদুল হক টিংকু এ তথ্য জানান। বিগত পাঁচ বছর ধরে দুরারোগ্য ক্যান্সারের সাথে তিনি যুদ্ধ করছিলেন। গত মাসে তার বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা হয়। কিন্তু অপারেশন পরবর্তী জটিলতায় তার অবস্থার ক্রমশ অবনতি ঘটতে শুরু করে। ভারতের কলকাতার টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে থাকাকালীন আজ বাংলাদেশি সময় দুপুর ১টা ৫৮ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি তিন ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী বন্ধু স্বজন রেখে গেছেন। তার মরদেহ বৃহস্পতিবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তাকে রাজধানীর আজিমপুর গোরস্থানে দাফন করা হবে। লাবণ্য আহমেদ পেশাগত জীবনে একজন দায়িত্বশীল, দক্ষ, অভিজ্ঞ জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিজ কর্মক্ষেত্র গণমাধ্যম এবং তথ্য ও সম্প্রচার ক্ষেত্রে সুপরিচিত ছিলেন। বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত থেকে আমৃত্যু জনকল্যাণে কাজ করে গেছেন তিনি। তিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সংবাদ পাটের পাশাপাশি অনুষ্ঠান উপস্থাপনার সঙ্গে জড়িত ছিলেন। লাবণ্য আহমেদের বাবার নাসির আহমেদ বেনু বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং তার মা শাহেনশা বেগম বাংলাদেশের ইতিহাসের বরেণ্য দুই ব্যক্তি জহির রায়হান ও শহিদুল্লাহ কায়সারের বোন। তিনি ১৯৬৭ সালে পিরোজপুর জেলার বড় মাছুয়া গ্রামের দারোগা বাড়িতে জন্মগ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App