
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৪:৩৫ পিএম
আরো পড়ুন
ডেমরায় বিএনপির ৩০ নেতাকর্মী আটক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ০২:০৬ পিএম

ছবি: সংগৃহীত
রাজধানীর ডেমরা এলাকা থেকে বিএনপির প্রায় ৩০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশের ওপর অতর্কিত হামলার অভিযোগে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাস।
তিনি বলেন, সকালে হঠাৎ করেই বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় পুলিশ তাদেরকে প্রতিহত করে। পুলিশের ওপর হামলা করায় আমরা তাদের প্রায় ৩০ জন নেতাকর্মীকে আটক করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ছবি: সংগৃহীত
রাজধানীর ডেমরা এলাকা থেকে বিএনপির প্রায় ৩০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশের ওপর অতর্কিত হামলার অভিযোগে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাস।
তিনি বলেন, সকালে হঠাৎ করেই বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় পুলিশ তাদেরকে প্রতিহত করে। পুলিশের ওপর হামলা করায় আমরা তাদের প্রায় ৩০ জন নেতাকর্মীকে আটক করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।