কনস্টেবল আমিরুল হত্যায় আরেকজন রিমান্ডে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ০৫:১৮ পিএম

ছবি: সংগৃহীত
বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ (৩২) নিহতের ঘটনায় গ্রেপ্তার শহিদুল্লাহ মুসুল্লী নামে আরেকজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৩১ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্টন থানার উপপরিদর্শক মো. সালাহ উদ্দিন কাদের। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরি আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে এ মামলায় গত সোমবার পলাশবাড়ী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম ওরফে সিংটা শামীম ও সুলতান মিয়াকে ৭দিনের রিমান্ডে নেয়া হয়। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে ওইদিন পুলিশ সদস্য কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ নিহত হন। তাকে হত্যায় পরদিন ২৯ অক্টোবর রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপপরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।
এ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মামলায় বিএনপির শীর্ষ নেতাসহ ১৬৪ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া বিএনপির নাশকতায় এখন পর্যন্ত এ হত্যা মামলাসহ ৩৬ টি মামলা দায়ের করা হয়েছে।