×

জাতীয়

বিএনপির হরতাল অবরোধ চলমান থাকলে পল্টন ঘেরাও করবে ছাত্রলীগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ০৫:০২ পিএম

বিএনপির হরতাল অবরোধ চলমান থাকলে পল্টন ঘেরাও করবে ছাত্রলীগ

ছবি: ভোরের কাগজ

   

বিএনপি যদি দেশের মানুষের ক্ষতি করে হরতাল অবরোধ চালাতে থাকে তাহলে আজকে ছাত্রলীগ যেমন বাংলা মোটর থেকে ইউটার্ন নিয়েছে তখন আর ইউটার্ন নিবো না, রাইট টার্ন নিয়ে পল্টন ঘেরাও করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন।

বুধবার (৮ নভেম্বর) দুপুর দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে হরতাল, অবরোধ,সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ছাত্রলীগ কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি একথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলসহ অধিভুক্ত কলেজ, মেডিকেল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের উপস্থিতিতে বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শাহবাগ হয়ে বাংলা মোটর থেকে ইউটার্ন নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম বলেন, আজকে অগ্নি সন্ত্রাসের মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা যারা রোধ করতে চায়, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ শিক্ষার পরিবেশ যারা বিঘ্নিত করতে চায়, যারা অবৈধ অবরোধ ডাকতে চায় তাদেরকেই অবরুদ্ধ করার জন্য আজকে বাংলার ছাত্র সমাজ রাজপথে নেমে এসেছে।

তিনি আরো বলেন, আজকে আমরা দেখছি আমাদের শিক্ষাজীবন নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করা হচ্ছে। 'দুর্নীতির কিট' ও মাস্টার-মাইন্ড তারেক জিয়া এদেশকে পুনরায় অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত আছে। শুধু দলের প্রয়োজনে নয়, গণতন্ত্র ও দেশের মানুষের মুক্তির জন্য, কৃষক ও মেহনতি মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিতের জন্য আমাদের মাঠে থাকতে হবে।

এসময় তিনি বলেন, আজকে আমরা ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করে শাহবাগ অতিক্রম করে বাংলা মোটর থেকে ইউটার্ন নিয়ে এখানে এসেছি। যদি অবরোধ, অগ্নিসন্ত্রাস শেষ না হয় তাহলে বাংলা মোটর থেকে বাংলার ছাত্রসমাজ আর ইউটার্ন নিবে না, রাইট টার্ন নিয়ে এই অগ্নি সন্ত্রাসের কন্ট্রোল সেন্টার পল্টন ঘেরাও করা হবে।  শুধু পল্টন নয় দেশের যেখান থেকেই এই অগ্নি সন্ত্রাসের নির্দেশ দেওয়া হবে সেখানেই অফিস ঘেরাও করে এদেশে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে।

সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই এই দেশে আগুন সন্ত্রাস, বোমাবাজি, ককটেল বাজি, অবৈধ অবরোধ, হরতাল, খালেদা জিয়ার শাসন আর চলবে না। এই বাংলাদেশ আর  বাংলা ভাইয়ের বাংলা, শায়েখ আব্দুর রহমানের বাংলা, এক সাথে পাঁচশ বোমা হামলার দেশ, দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলা, খাম্বা তারেকের বাংলা হবে না। এই বাংলাদেশ হবে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলের বাংলাদেশ, প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার বাংলাদেশ, একদিনে দেড়শ সেতু উদ্বোধনের বাংলাদেশ।

এছাড়াও সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক। এসময় ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App