রাজধানীতে পাঁচ বাসে বাসে আগুন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ০৯:০৯ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর আরামবাগে নটরডেম কলেজের সামনে বাসে আগুন। ছবি: ভোরের কাগজ

গাবতলীতে বাসে আগুন। ছবি ভোরের কাগজ
রাজধানীর আরামবাগ, গাবতলী, গুলিস্তান, যাত্রাবাড়ী ও শেরে-বাংলা নগরে যাত্রীবাহী পাঁচ বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১১ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আরামবাগে রাত ৮টা ২০ মিনিটে এবং গাবতলী বাসস্ট্যান্ডে ৮টা ৩৫ মিনিটে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপর রাত ৯টায় গুলিস্তানে বাসে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসে কর্মীরা কাজ করছে।
[caption id="attachment_475377" align="aligncenter" width="486"]
গাবতলীতে বাসে আগুন। ছবি: ভোরের কাগজ[/caption]
আরামবাগে বাসে আগুন লাগানোর ১০ মিনিটের মাথায় গাবতলীতে আসে আগুন লাগার ঘটনা ঘটে।
এর পর ৪০ মিনিটের মাথায় গুলিস্তানে তৃতীয় একটি বাসে আগুন লাগে বলে খবর পাওয়া যায়।
রাত সাড়ে নয়টার দিকে যাত্রাবাড়ী ফল-পট্টির সামনে অনাবিল যাত্রীবাহী বাসে আগুন লাগানোর ঘটনা ঘটে।
সর্বশেষ রাত সাড়ে দশটার দিকে শেরে-বাংলা নগরে পঙ্গু হাসপাতালের সামনে যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পাওয়া যায়।
এরশাদ হোসেন আরও জানান, তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
