দিল্লিতে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা অনুষ্ঠিত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ০৮:৪৭ পিএম

ছবি: ভোরের কাগজ

ছবি: ভোরের কাগজ
বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত ও নিরাপত্তা, বাণিজ্য ও সংযোগ, পানি, বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সহযোগিতা, জনগণের মধ্যে সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতার মতো দ্বিপাক্ষিক বিষয়ে মতবিনিময় সভা ও আলোচনা হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) নয়াদিল্লির ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) উভয় পক্ষের মধ্যেই উপ-আঞ্চলিক, আঞ্চলিক এবং বহুপক্ষীয় বিষয়ে মতবিনিময় হয়।
এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত ভার্চুয়াল জি২০ শীর্ষ সম্মেলন এবং ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে বাংলাদেশের অংশগ্রহণের প্রশংসা করেছে ভারত। দুই দেশের এফওসি পরবর্তীতে পারস্পরিক সুবিধাজনক তারিখে বাংলাদেশে অনুষ্ঠিত হবে বলে সম্মত হয়েছে দুই দেশ।