বর্তমান এমপিদের মধ্যে বাদ পড়লেন যারা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ০৫:০৮ পিএম

ছবি: সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে ২৯৮ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। সবশেষ রবিবার (২৬ নভেম্বর) বিকেলে নৌকা প্রতীকের চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিন ৩০০ আসনে প্রার্থি তালিকা চূড়ান্ত করার কথা থাকলেও শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ ৫ ও কুষ্টিয়া ২ আসনে প্রার্থি ঘোষণা করা হয়নি।
চূড়ান্ত তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, একাদশ জাতীয় সংসদে থাকা বেশ কয়েকজন সংসদ সদস্য দলীয় মনোনয়ন পাননি। এ তালিকায় আছেন, যশোর-২ আসনের সাবেক সেনা কর্মকর্তা নাসির উদ্দিন, মাগুরা-১ আসনের সাইফুজ্জামান শিখর, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম।
এদিকে রবিবার সকাল ১০টায় গণভবনে আওয়ামী লীগের সব মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাদেরকে দিকনির্দেশনা দেয়া হয়।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৮ জন মন্ত্রী-সংসদ সদস্য বাদ পড়েছিলেন। ২০১৪ সালের ভোটে বাদ পড়েছিলেন ৬৩ জন মন্ত্রী-সংসদ সদস্য।