জিএম কাদের ও শেরীফা কাদেরের মনোনয়ন বৈধ ঘোষণা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:১২ পিএম

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এবং ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের। পুরোনো ছবি
জিএম কাদের ও শেরীফা কাদেরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এবং ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের। তাদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও ঢাকা রিটার্নিং অফিসার।
যাচাই বাছাই শেষে সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে তাদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।
এর আগে ২ ডিসেম্বর রংপুর ৩ আসনেও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেররে মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে রংপুর জেলা রিটার্নিং অফিসার।
জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী সোমবার বিকেলে সংবাদিকদের জানান, ঢাকা-১৭ আসনে জিএম কাদের ও ঢাকা-১৮ আসনে শেরীফা কাদেরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাই শেষে সোমবার দুপুরে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার।
তিনি আরও জানান, এর আগে গত ২ ডিসেম্বর রংপুর-৩ আসনে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রংপুর জেলা রিটার্নিং অফিসার।