নির্বাচন সুষ্ঠু করতে যা করণীয় সবকিছু ইসি করবে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:১৭ পিএম

নেত্রকোণা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার মো. আলমগীর। ছবি: ভোরের কাগজ
নতুন কোন দল নির্বাচনে আসতে চাইলে এই মূহুর্তে সুযোগ আছে কিনা তার আইনগত দিক দেখতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যা যা করণীয় তার সবকিছুই নির্বাচন কমিশন করবে উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা,আইন শৃংখলাবাহিনীসহ সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নেত্রকোণা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, বিদেশীরা আমাদের বন্ধু। তাদের থেকে কোন চাপ নেই। তারা কিছু পরামর্শ দেয়। যেসব পরামর্শ আমাদের উপযোগি তা আমরা গ্রহণ করি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিদেশী বন্ধু রাষ্ট্রের প্রতিনিধিরা আমাদের নেয়া পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
এর আগে, জেলা প্রশাসক মো. শাহেদ পারভেজের সভাপতিত্বে সম্মেলন কক্ষে জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেন।