×

জাতীয়

দুপুরে বিজয় শোভাযাত্রা বের করবে বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৩ এএম

দুপুরে বিজয় শোভাযাত্রা বের করবে বিএনপি
   

বিজয় দিবস উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় শোভাযাত্রা বের করবে বিএনপি।

গত ২৮ অক্টোবরে দলীয় মহাসমাবেশ পণ্ড হওয়ার ৪৮ দিন পর দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির আয়োজনে এই বিজয় শোভাযাত্রা শুরু হয়ে মগবাজার গিয়ে শেষ হবে।

এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে এই কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয় দলের পক্ষ থেকে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে ভার্চুয়াল এক ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।

তবে নয়া পল্টন থেকে মিছিল বের করার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছ থেকে অনুমতির বিষয়ে এখনও কিছু বলা হয়নি।

এখন পর্যন্ত বিএনপিকে অনুমতির বিষয়ে ইতিবাচক কোনও সিদ্ধান্ত হয়নি জানিয়ে শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ড. খ. মহিদ উদ্দিন গণমাধ্যমকে বলেছেন, আমরা নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছি।

নির্বাচন ঘিরে ব্যস্ততা আমাদের। বিএনপিকে র‌্যালি করার অনুমতি এখনও দেয়া হয়নি।তারপরও কোনও সিদ্ধান্ত এলে জানানো হবে। অনুমতি না নিয়ে কোনও কিছু করলে সেঅনুযায়ী ব্যবস্থা নেবে ডিএমপি।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর দলীয় মহাসমাবেশে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর বিএনপির সমাবেশ পণ্ড হলে বিকাল থেকেই দলটির কার্যালয় নিয়ন্ত্রণে নেয় পুলিশ। ঝুলিয়ে দেয়া হয় তালা।

পরদিন ২৯ অক্টোবর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট বিএনপি কার্যালয়ের তিন দিকে ‘ডু নট ক্রস: ক্রাইম সিন’ লেখা হলুদ ফিতা টানিয়ে দিয়ে আলামত সংগ্রহ করে। এরপর থেকে ৪৮ দিন ধরে সেখানে অবস্থানে আছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App