জমি বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ০৩:২৭ পিএম

নেত্রকোণা জেলার দুর্গাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই মজিবুর রহমানের (৫০) ছুরিকাঘাতে বড় ভাই নুরুল আলম (৫৫) নিহত হয়েছেন।
রবিবার (১৭ ডিসেম্বর) সকালে সোয় ৯টার দিকে দুর্গাপুর ইপজেলার চন্ডীগড় ইউনিয়নের মউ গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত নুরুল আলম মউ গ্রামের আব্দুল গফুরের ছেলে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন, জমির ভাগ ভাটোয়ারা নিয়ে বেশ কিছু দিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার সকালে বাড়িতে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই মজিবুর ঘর থেকে ছুরি এনে বড় ভাই নুরুল আলমের শরীরে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বড় ভাই মজিবুরের।
এ ঘটনার পরপরই অভিযুক্ত মজিবুর বাড়ি থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি। পুলিশ ঘাতক ছোট ভাইকে গ্রেফতার করতে সবধরনের চেষ্টা চালাচ্ছে।