ট্রেনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১২:৫৬ পিএম

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
তেজগাঁও রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে ভোরের কাগজকে বলেন, ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্ত শেষ হলে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে পারবে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত চার জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
তিনি জানান, এদিন ভোররাতে নেত্রকোণা থেকে ছেড়ে আসে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন। এটি তেজগাঁও স্টেশন ছেড়ে চলা শুরু করতেই আগুন দেয় দুর্বৃত্তরা। ভোর ৫টা ৫ মিনিটে খবর পাই আমরা। পরে ২ ইউনিট গিয়ে ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।