ব্রহ্মপুত্র এক্সপ্রেসে আগুনের ঘটনা নাশকতা নয়: রেলওয়ে পুলিশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ০৮:৪১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: ভোরের কাগজ
রাজধানীর কমলাপুর থেকে বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ছেড়ে যাওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কারের সাইলেন্সার পাইপে আগুন ধরে যায়। পরে বিষয়টি টের পেয়ে রেলওয়ে পুলিশ ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে বোতলের পানি দিয়ে আগুন নেভানো হয়।
রেলওয়ে পুলিশ বলছে, এটি কোনো নাশকতা নয়।
রেলওয়ে ঢাকা জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কারের সাইলেন্সার পাইপের ওপরে একটা পাটের বস্তা ছিল। এতে পাইপটি দিয়ে ধোঁয়া বেরোতে বাধা পাচ্ছিল। পরে ধীরে ধীরে ওই বস্তায় আগুন লেগে যায়। বিষয়টি তাৎক্ষণিক টের পেয়ে রেলওয়ে পুলিশ ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে বোতলের পানি দিয়ে আগুন নেভায়। এ সময় চটের বস্তাটি রেললাইনের বাইরে ফেলে দিয়ে ট্রেনটি জামালপুরের উদ্দেশে ছেড়ে যায়।
ঘটনাটি নাশকতা কি না, জানতে চাইলে পুলিশ কর্মকর্তা আনোয়ার বলেন, ‘এটা নাশকতার ঘটনা না, আমার কাছে তা মনে হয়নি। । সাইলেন্সারের পাইপ থেকে নির্গত ধোঁয়া বস্তায় বাধাগ্রস্ত হওয়ায় আগুন লেগেছিলো। পরে তাৎক্ষণিক নেভানো হয়েছে। এতে কেউ হতাহত হয়নি।’
এর আগে গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুরোপুরি পুড়ে যায় তিনটি বগি। এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে একটি শিশু, একজন নারী ও দুইজন পুরুষ।