শোকজে হ্যাটট্রিক, ইসিতে নৌকার বাহাউদ্দীন বাহার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৭ পিএম

ছবি: ভোরের কাগজ
আচরণবিধি ভাঙায় কুমিল্লা-৬ (সদর) আসনের নৌকার মনোনীত প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে তবল করেছে নির্বাচন কমিশন। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় তিনি তার আইনজীবীকে নিয়ে ইসিতে আসেন। এই নিয়ে বাহাউদ্দিন বাহারকে তিনবার (হ্যাটট্রিক) শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাকে সশরীরে উপস্থিত হয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থিতা বাতিল কেন নয়, এ বিষয়ে ব্যাখ্যা দিতেও বলা হয়।
সবশেষ সোমবার (২৫ ডিসেম্বর) রাতে ইসির আইন-শাখার উপসচিব মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত চিঠিতে বুধবার (২৭ ডিসেম্বর) সশরীরে হাজির হতে তলব করা হয়। চিঠিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী তারা একাধিকবার নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন। এজন্য নির্বাচনী তদন্ত কমিটি কারণদর্শাতে তাদের একাধিকবার নোটিশও দিয়েছিলেন। চিঠিতে কেন প্রার্থিতা বাতিল করা হবে না, সে ব্যাখ্যা দিতে বাহারকে ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় ইসিতে উপস্থিত হতে বলা হয়।
তার জবাব দিতে ও প্রার্থিতা বহাল রাখতে আলোচিত এ প্রার্থী এখন নির্বাচন কমিশনে অবস্থান করছেন।
কুমিল্লা-৬ আসনে নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে অভিযোগ, এক উঠান বৈঠকে বিএনপি-জামায়াত কর্মীদের হাত-পা ভেঙে দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। এছাড়া সাংবাদিকদের গালিগালাজ এবং মারধরের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।
উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।