
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৩:৩২ এএম
আরো পড়ুন
নড়াইলে চার মাদক কারবারিসহ আটক ২৭

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুন ২০১৮, ১১:৩০ এএম
নড়াইলে পুলিশের মাদকবিরোধী অভিযানে চার মাদক কারবারিসহ ২৭ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ২০ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, মাদকবিরোধী অভিযান চলছে। বিভিন্ন অভিযোগ ও মামলায় তাদের আটক করা হয়েছে। আমাদের মাদকের ব্যাপারে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
নড়াইলে পুলিশের মাদকবিরোধী অভিযানে চার মাদক কারবারিসহ ২৭ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ২০ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, মাদকবিরোধী অভিযান চলছে। বিভিন্ন অভিযোগ ও মামলায় তাদের আটক করা হয়েছে। আমাদের মাদকের ব্যাপারে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে।