আশুলিয়ায় পানির ট্যাংক ধসে মা-ছেলের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০১৮, ১১:৫১ এএম

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে পানির ট্যাংক ধসে চাপা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে আশুলিয়ায় নরসিংহপুরের বাংলাবাজার এলাকায় নূরুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— সেলিনা বেগম ও তার শিশুপুত্র সিয়াম।
নিহত সেলিনার বড় ছেলে সেলিম জানায়, ভোররাতে সেহরি খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। হঠাৎ তাদের ঘরের সঙ্গে থাকা টয়লেটের ওপর সিমেন্ট ও বালু দিয়ে নির্মিত পানির ট্যাংক ধসে পড়ে তাদের খাটের ওপর । খাটে ঘুমিয়ে থাকা তার মা সেলিনা বেগম ও ছোট ভাই সিয়াম ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় তার মামা টুটুল। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
সেলিম জানায়, তারা দীর্ঘদিন ধরে নূরুল হকের বাড়িতে ভাড়া থাকে। তার মা নরসিংহ এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু'জনের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক নূরুল হকের কোনো গাফিলতি আছে কি-না তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।