টাঙ্গাইলের কালিহাতীতে পুকুর থেকে মাদ্রাসা শিক্ষকের মৃতদেহ উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০১৮, ১২:৩০ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নিখোঁজ এক মাদ্রাসা শিক্ষকের হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে খবর পেয়ে উপজেলার দেউপুর এলাকায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
কালিহাতী থানার ওসি মীর মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজন হন আনিছুর। বৃহম্পতিবার সন্ধ্যায় তার মৃতদেহ ভাসছে বলে খবর পাওয়া যায়। পরে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসাপতাল মর্গে পাঠানো হয়। নিহতের শরীরে ইটবোঝাই বস্তা বাঁধা ছিল।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
নিহত আনিছুর রহমান তুলার বাড়ি দেউপুরে। তিনি স্থানীয় গোহালিয়াবাড়ী ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।