কোটা নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুলাই ২০১৮, ১১:৩৪ এএম

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে সাত সদস্যের কমিটি করেছে সরকার। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই কমিটি গঠন করে।
এতে মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও অর্থ সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিবকে সদস্য করা হয়েছে।
সরকারি চাকরিতে কোটা ৫৬ শতাংশ থেকে নামিয়ে ১০ শতাংশ করার দাবিতে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে মাঠে নামে ছাত্ররা।
এর আগেও নানা সময় মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে আন্দোলনের চেষ্টা করেছে জামায়াত-শিবির অনুসারীরা। সেই আন্দোলন ব্যর্থ হওয়ার পর কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধও করছিলেন তারা।