গোদাগাড়ীতে সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের হেরোইন সহ আটক ১

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৭, ০২:১০ পিএম
রাজশাহীর গোদাগাড়ীতে সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের সাড়ে ৫ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে রাজশাহী র্যাবের ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) উপজেলার ভাটোপাড়া এলাকা থেকে হেরোইনের এ বড় চালান আটক করে।
এ ঘটনায় গ্রেফতার করা হয় শামসুল হক ওরফে শোভা (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে। তিনি ওই গ্রামের মৃত ঠান্ডু মিয়ার ছেলে।
র্যাবের ভাষ্য, শামসুল হক শোভা চিহ্নিত মাদক ব্যবসায়ী। দির্ঘদিন ধরে মাদক ব্যবসায় যুক্ত তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকারও করেছেন ওই ব্যক্তি। এনিয়ে পরে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করে র্যাব।
সকালে র্যাব-৫ এর ক্যাপ্টেন জাহিদ আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে ওই অভিযান চালায় র্যাব।
অভিযানে ২৮ প্যাকেটে ৫ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয় শামসুল হক শোভাকে। এসময় তার কাছ থেকে হেরোইন বিক্রির ৪৯ হাজার ৫০০ টাকাও উদ্ধার করা হয়। এনিয়ে পরে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।