বগুড়ায় নিখোঁজের তিন দিনপর শিশুর মরদেহ উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০১৮, ১১:৪২ এএম

বগুড়ার শাজাহানপুর উপজেলায় রিফাত (৮) নামে একটি শিশুর মরদেহ নিখোঁজের তিন দিনপর উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের কারণ জানা যায়নি। বুধবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে গাড়ীদহ-জামাদার পুকুর আঞ্চলিক সড়কের পলগাছা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রিফাত উপজেলার খাদাশ গ্রামের এনামুল হকের ছেলে।
রিফাতের স্বজনরা জানান, রবিবার (১৫ জুলাই) সন্ধ্যার পর থেকে নিখোঁজ হয় রিফাত। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান মেলাতে ব্যর্থ হন পরিবারের লোকজন।
শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আবুল কালাম আজাদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, শিশুটিকে অপহরণ করা হয়েছিলো কী-না তাও খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য সব বিষয় সামনে রেখে শিশুটির মৃত্যুর কারণ খুঁজে দেখা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।