
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০৯:২৬ পিএম
আরো পড়ুন
নওগাঁয় ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০১৮, ১১:৩৩ এএম

নওগাঁর পত্নীতলা উপজেলার শিবপুর বাজারে ট্রাকের ধাক্কায় মো. বাবলু হোসেন বাবু (৩৭) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। বাবু উপজেলার উমা মহেষপুর গ্রামের ইব্রাহীম মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে শিবপুর বাজারে রাস্তার পাশে ভ্যানে মালপত্র তুলছিলেন বাবু। এ সময় মহাদেবপুর থেকে শিষাগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করা হচ্ছে বলেও জানান তিনি।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

নওগাঁর পত্নীতলা উপজেলার শিবপুর বাজারে ট্রাকের ধাক্কায় মো. বাবলু হোসেন বাবু (৩৭) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। বাবু উপজেলার উমা মহেষপুর গ্রামের ইব্রাহীম মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে শিবপুর বাজারে রাস্তার পাশে ভ্যানে মালপত্র তুলছিলেন বাবু। এ সময় মহাদেবপুর থেকে শিষাগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করা হচ্ছে বলেও জানান তিনি।