
প্রিন্ট: ০৭ মে ২০২৫, ০৭:২১ পিএম
আরো পড়ুন
সাতক্ষীরায় সীমান্ত থেকে চারটি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারী আটক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৭, ০১:০৯ পিএম
ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরার লক্ষ্মীদাঁড়ি সীমান্ত থেকে চারটি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
আটকরা হলেন, সদর উপজেলার লক্ষিদাড়ি গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী রোকেয়া খাতুন (৩৩) ও লক্ষ্মীপুর জেলার রামগড় উপজেলার বলরা গ্রামের জাকির হোসেনের ছেলে আব্দুল মান্নান (২৭)।
শুক্রবার সকালে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষ্মীদাঁড়ি সীমান্ত এলাকা থেকে স্বর্ণসহ দুই চোরাকারবারীকে আটক করা হয়।
বিজিবির ভোমরা বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার নুরুল হক জানান, সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের অভিযান চালানো হয়। অভিযানকালে চারটি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারীকে আটক করা হয়েছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
সাতক্ষীরায় সীমান্ত থেকে চারটি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারী আটক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৭, ০১:০৯ পিএম
ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরার লক্ষ্মীদাঁড়ি সীমান্ত থেকে চারটি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
আটকরা হলেন, সদর উপজেলার লক্ষিদাড়ি গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী রোকেয়া খাতুন (৩৩) ও লক্ষ্মীপুর জেলার রামগড় উপজেলার বলরা গ্রামের জাকির হোসেনের ছেলে আব্দুল মান্নান (২৭)।
শুক্রবার সকালে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষ্মীদাঁড়ি সীমান্ত এলাকা থেকে স্বর্ণসহ দুই চোরাকারবারীকে আটক করা হয়।
বিজিবির ভোমরা বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার নুরুল হক জানান, সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের অভিযান চালানো হয়। অভিযানকালে চারটি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারীকে আটক করা হয়েছে।