×

জাতীয়

আশুলিয়া আন্তঃজেলা ডাকাত দলের ২৮ সদস্য আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৭, ০১:১৯ পিএম

   
আশুলিয়া থেকে আন্তঃজেলা ডাকাত দলের ২৮ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাস স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, দেশীয় অস্ত্রসহ ২৪টি মোবাইল ফোন সেট এবং ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া আটক অভিযানের সময় ডাকাতের হামলায় আশুলিয়া থানার পরিদর্শক আব্দুল আউয়াল, পরিদর্শক জাহিদুর রহমানসহ অন্তত ৪ পুলিশ আহত হয়। আটক ডাকাত সদস্যদের দুপুরে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম জানান, একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দল বাসে করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয়। এসময় পুলিশ একটি বাসকে সন্দেহ করে এবং বাসটিকে নজরদারীতে রাখে। বাসটি প্রথমে সাভার থেকে মানিকগঞ্জ যায়। পরে বাসটি যখন মানিকগঞ্জ থেকে ঘুরে সাভারের উদ্দেশে রওনা হয় পথিমধ্যে নবীনগর বাসস্ট্যান্ডে বাসটি পৌঁছালে পুলিশ বাসটি আটক করে। এসময় বাসে থাকা সকলকে নিচে নামতে আহ্ববান জানালে ভেতর থেকে ডাকাতরা গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে পুলিশ বাসটি আটক করতে সক্ষম হয় ও আন্তঃজেলা ডাকাত দলের ২৮ সদস্যকে হাতেনাতে আটক করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App