মিরসরাইয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে নিহত ২

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৭ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় বাস ও ট্রেনের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন। রবিবার ভোর ৪টার দিকে বারইয়ারহাট রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে খাগড়াছড়িগামী এস আলম পরিবহনের একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়।
মিরসরাই ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার রবিউল আজম জানান, দুর্ঘটনাকবলিত বিজয় এক্সপ্রেস ট্রেন ও এস আলম পরিবহনের বাস দুটোই গতরাতে ঢাকা থেকে ছেড়ে যায়।
বারইয়ারহাট রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে দুই ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৫ জন। খবর পেয়ে মিরসরাই ফায়ার স্টেশনের কর্মীরা প্রায় আড়াই ঘণ্টার চেষ্টা চালিয়ে বাসটি উদ্ধার করেছে।