আওয়ামী লীগের ইতিহাস কখনও ষড়যন্ত্রের নয় : ওবায়দুল কাদের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০০ পিএম

জনগণের প্রতি আস্থা হারিয়ে বিএনপি জাতিসংঘে নালিশ করে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, কথায় কথায় বিদেশ গিয়ে তারা নালিশ করে। সামনেই নির্বাচন, বিএনপির নালিশ যদি সত্যি হয় আপনাদের ভোট দেবে আমাদের দেবে না। জোর করে পাওয়ার নিজেদের রাখার মত কোনো অশুভ মতলব অন্তত আওয়ামী লীগের নেই। আওয়ামী লীগের ইতিহাস কখনও ষড়যন্ত্রের নয়।
ওবায়দুল কাদের বলেন, জোর করে ক্ষমতায় থাকার অশুভ মতলব আওয়ামী লীগের নেই। জনগণ চাইলে তারা আবার ক্ষমতায় আসবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি কত দেউলিয়া দল হয়েছে। নইলে নিজের দেশকে তারা কত ছোট করে। জনগণকে অসম্মান করে।