৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৮, ১২:০৫ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। বৃহস্পতিবার( ৪ অক্টোবর) সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ।
এ সময় তিনি বলেন, স্বাধীন রাষ্ট্র হিসেবে দেশের মানুষ কারো মুখাপেক্ষী হয়ে নয় বরং বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে সেই লক্ষেই কাজ করছে সরকার।
এ সময় প্রধানমন্ত্রী বলেন , সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা দখল করেছিল তারা দেশের উন্নয়ন না করে নিজেদের ভাগ্য উন্নয়ন করেছিল। আর আওয়ামী লীগের লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। আমরা ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করবো। আমরা এমন ভাবে উদযাপন করতে চাই সে সময় বাংলাদেশ হবে ক্ষুদামুক্ত দারিদ্রমুক্ত দেশ। ২০২১ সাল আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু বর্তমানে যারা আছে তারা নয়। তরুণ প্রজন্মের যত নাগরিক হবে বা যে শিশুটি জন্ম নেবে। সেও যেনো একটা সুন্দর পরিবেশে জন্ম নিতে পারে। তার বাবা , মা তাকে সবদিক থেকে উন্নত করতে পারে। সেই ধরনের একটি পরিবেশ সৃষ্টি করে দিয়ে যেতে চাই। সেই লক্ষ্য নিয়েই আমাদের কাজ ও উন্নয়ন পরিকল্পনা।