×

জাতীয়

তফসিল ঘোষণার তারিখ না পেছানোর দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৮, ০১:১৭ পিএম

তফসিল ঘোষণার তারিখ না পেছানোর দাবি
   
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ না পেছানোর দাবি জানিয়েছে। একইসঙ্গে সংসদ নির্বাচন সংবিধান মোতাবেক করার দাবিও জানিয়েছে তারা। বুধবার দুপুরে সম্মিলিত জাতীয় জোট একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে দেখা করে জানিয়েছে, তফসিল পেছানোর পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার সকাল সোয়া ১১টায় এ বৈঠক শুরু হয়। বৈঠক নেতৃত্ব দেন হুসেইন মুহম্মদ এরশাদ। বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, আমরা ইসির কাছে আটটি দাবি তুলে ধরেছি। আমাদের সবগুলো দাবির সঙ্গে ইসি একমত হয়েছে। তিনি বলেন, আমরা ইসিকে জানিয়েছি, তফসিল ৮ নভেম্বরই ঘোষণা করা হোক। যেহেতু আজ সবগুলো দলের সঙ্গে সংলাপ শেষ হচ্ছে, তাই তারিখ পেছানোর পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না। নির্বাচনে কালো টাকা প্রভাবমুক্ত করার ব্যবস্থা ও অস্ত্রের ব্যবহার বন্ধে কঠোর হওয়ার দাবি জানিয়েছি। নির্বাচন যেন সংবিধান মোতাবেক হয় সেই দাবি জানিয়েছি। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের ক্ষেত্রে মানুষ এখনও অভ্যস্ত নয়, ফলে এটি ব্যবহারে আরও সময় নেওয়ার দাবি জানিয়েছি। ইসি আমাদের সবগুলো দাবির সঙ্গে একমত। এরশাদ ও রুহুল আমিন হাওলাদার ছাড়াও জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এমএ সাত্তার, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, প্রফেসর দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহেদুর রহমান টেপা, মুজিবুল হক চুন্নু, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, আব্দুস সবুর আসুদ, মশিউর রহমান রাঙ্গা, শফিকুল ইসলাম সেন্টু, ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব অধ্যাপক এমএ মোমেন, বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জাতয়ী ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক, চেয়ারম্যান বিএনএ সেকেন্দার আলী মনি বৈঠকে অংশ নিয়েছেন। নির্বাচন কমিশনের পক্ষে রয়েছেন সিইসি কে এম নূরুল হুদাসহ অন্য চার কমিশনার ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। বিকাল ৪টায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে ইসির সংলাপের কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App