
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০৪:১৮ এএম
আরো পড়ুন
হালুয়াঘাটে অটোরিকশা চালককে হত্যা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০১৭, ০৩:২১ পিএম
ময়মনসিংহে হালুয়াঘাটে এক অটোরিকশা চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সোহেল মিয়া উপজেলার মাছাইল গ্রামের আব্দুল আজিজের ছেলে।
নিহতের ভাই সোহেল মিয়া বলেন, ‘আগের দিন ছোট ভাই সোহেল মিয়া বাড়িতে ছিলেন। সন্ধ্যার পর খাবার খেয়ে বাড়ির পাশে চায়ের স্টলে যান। এরপর আর বাড়িতে ফিরেনি।’
‘গভীর রাতে রাড়ির সন্নিকটে নড়াইল গ্রামের একটি শসা ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এরপর থানা পুলিশকে জানানো হয়।’
ভোরে সার্কেল এএসপি আলমগীর হোসেন ও হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
ওসি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
ময়মনসিংহে হালুয়াঘাটে এক অটোরিকশা চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সোহেল মিয়া উপজেলার মাছাইল গ্রামের আব্দুল আজিজের ছেলে।
নিহতের ভাই সোহেল মিয়া বলেন, ‘আগের দিন ছোট ভাই সোহেল মিয়া বাড়িতে ছিলেন। সন্ধ্যার পর খাবার খেয়ে বাড়ির পাশে চায়ের স্টলে যান। এরপর আর বাড়িতে ফিরেনি।’
‘গভীর রাতে রাড়ির সন্নিকটে নড়াইল গ্রামের একটি শসা ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এরপর থানা পুলিশকে জানানো হয়।’
ভোরে সার্কেল এএসপি আলমগীর হোসেন ও হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
ওসি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।