×

জাতীয়

মুক্তির সংগ্রামে উত্তাল দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৮, ১২:১৫ পিএম

মুক্তির সংগ্রামে উত্তাল দেশ
   
আজ ২ ডিসেম্বর। ১৯৭১ সালের আজকের দিনে মুক্তির সংগ্রামে উত্তাল ছিল বাংলার মাটি। অপ্রতিরোধ্য বাঙালির বিজয়ের পথে পাকিস্তানি বাহিনীর নিষ্ঠুর সব পরিকল্পনা ভেস্তে যেতে থাকে। পাকিস্তানি বাহিনী পিছু হটতে শুরু করে। অবরুদ্ধ বাংলাদেশের অভ্যন্তরে অনেক মুক্তাঞ্চলের সৃষ্টি হতে থাকে। দৃশ্যমান হতে থাকে মুক্তিযোদ্ধাদের বিজয়। রাজধানীকে দখলমুক্ত করতে একাত্তরের আজকের দিনে মুক্তিযোদ্ধারা রামপুরা, মালিবাগ, আজমপুরসহ ঢাকার ৫টি স্থানে সম্মুখযুদ্ধে অবতীর্ণ হন। মুক্তিবাহিনী ঘোড়াশালে পাকবাহিনীর অবস্থানের ওপর চারদিক থেকে আক্রমণ করে ২৭ পাকহানাদারকে হত্যা করতে সক্ষম হয়। চট্টগ্রামে মুক্তিবাহিনীর গেরিলারা উত্তরে ফটিকছড়ি ও রাউজান থানা এবং দক্ষিণে আনোয়ারার অধিকাংশ স্থান তাদের দখলে নেয়। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা শত্রুমুক্ত হয়। রূপসা নদীর ওপারে খুলনার কাছে ঘাঁটি স্থাপন করেন মুক্তিযোদ্ধারা। নাগরপুর থানা মুক্ত হওয়ার ফলে টাঙ্গাইলে আক্রমণ পরিচালনা হয়ে পড়ে অত্যাসন্ন। সিলেটে শমশেরনগর বিমানবন্দরের কাছে পৌঁছে যান মুক্তিযোদ্ধারা। পাকিস্তান বুঝতে পারে, মুক্তিযোদ্ধাদের আর ঠেকিয়ে রাখা যাবে না। পরাজয় নিশ্চিত জেনে তারা মরণকামড় দিতে শুরু করে। জাতীয় সরকার গঠনের ঘোষণা দেন গোলাম আযম। সীমান্ত-সংঘাত আরো তীব্র হয়ে ওঠে। সীমান্ত এলাকায় পাকিস্তান সমরসজ্জা বাড়ানোয় ভারতও তা মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কংগ্রেসের কর্মিসভায় বলেন, সময় বদলেছে, তিন-চার হাজার মাইল দূর থেকে বর্ণের প্রাধান্য দিয়ে তাদের (পাকিস্তান) ইচ্ছামতো হুকুমনামা জানাবেন, তা মেনে নেয়া যায় না। আজ আমরা আমাদের জাতীয় স্বার্থের জন্য দেশের সর্বোচ্চ প্রয়োজন অনুযায়ী কাজ করব, ওই সব বৃহৎ দেশগুলোর ইচ্ছানুযায়ী নয়। তিনি পাকিস্তান সেনাবাহিনীকে বাংলাদেশ ছেড়ে যাওয়ার আহবান জানান। ত্রিমুখী যুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App