×

জাতীয়

নাগিরক সমাবেশ বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি সমাবেশ নয় : কাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৭, ০১:৫৯ পিএম

   
নাগিরক সমাবেশ’ বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি ধরনের কোনো সমাবেশ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক কমিটির সমাবেশস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, এ সামবেশ কোনো ধরনের পাল্টাপাল্টি সমাবেশ নয়। আওয়ামী লীগ বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কোনো ধরনের কর্মসূচি পালন করে না। এ প্রোগ্রাম আগে থেকে ঠিক করা ছিলো। তারপর বিএনপি সেটি ফলো করে পাল্টাপাল্টি সমাবেশ করে। তিনি বলেন, শনিবারের সমাবেশ কোনো ধরনের রাজনৈতিক সমাবেশ নয়। এ সমাবেশ সবার। যারা স্বাধীনতার অস্তিত্বে বিশ্বাস করে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, তারাই এ সমাবেশে উপস্থিত হবেন। এ সমাবেশ থেকে কী ধরনের বার্তা আসতে পারে?- এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, 'এখানে সভাপতি ইমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, প্রধান অতিথি বাঙালির বিশ্বাসের প্রতিনিধি শেখ হাসিনা। তারা কী বলবেন বা বার্তা দেবেন; সেটা বলার ধৃষ্টতা আমি কেন দেখাব?।' ইউনেস্কোতে বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতির জন্য প্রস্তাব উত্থাপনকারী শিক্ষক রাবেয়া খাতুনকে সমাবেশে নিমন্ত্রণ করা হবে কি না- জানতে চাইলে কাদের বলেন, 'সবাইকে চিঠি দেয়া হচ্ছে, আজও চিঠি যাবে।’ ‘আমার মনে হয় ভাষণটা গুরুত্বপূর্ণ, সেটা আপনাদের বুঝতে হবে। আমি প্রস্তাব দিলাম, তাতে কি আমি স্বীকৃতি পেলাম? কে প্রস্তাব দিলো সেটা না, স্বীকৃতিটা ভাষণের।' বলেন কাদের। নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি একটি বিরল অর্জন। শনিবারের সমাবেশ হচ্ছে ইউনেস্কোর এই স্বীকৃতি উদ্‌যাপন করা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App