জ্ঞান ফিরেছে ওবায়দুল কাদেরের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ মার্চ ২০১৯, ১১:১৭ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের জ্ঞান ফিরেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
সোমবার বেলা সাড়ে ১০টার দিকে সেতুমন্ত্রীর সর্বশেষ অবস্থা জানতে চাইলে তিনি একথা জানান।
বিপ্লব বড়ুয়া জানান, ইতিমধ্যে ওবায়দুল কাদেরের জ্ঞান ফিরেছে। তিনি কথা বলছেন। ডাক্তাররা বোর্ড মিটিং করে লাইফ সাপোর্ট খুলবেন। বর্তমান অবস্থা উন্নতির দিকে জানিয়ে তিনি বলেন, উনার অবস্থা উন্নতির দিকে, এখন স্টাবল অবস্থা বিরাজ করছে।
এদিকে রবিবার সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ অসুস্থবোধ করলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউর ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেয়া হয়। পরে তাকে জরুরী ভিত্তিতে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) নিয়ে ভর্তি করা হয়। এনজিওগ্রাম শেষে ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়ার কথা জানান চিকিৎসকরা।
উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া আরও জানান, ওবায়দুল কাদেরের অবস্থা এখন আগের চেয়ে ভালো। তিনি চোখ খুলতে পারছেন। তবে কথা বলতে বা প্রতিক্রিয়া জানাতে পারছেন না। তাকে সুস্থ করে তুলতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।