জয়পুরহাটে আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষে নিহত ২

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ মার্চ ২০১৯, ১১:৫৫ এএম

জয়পুরহাটের কালাইয়ে উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় জড়িয়েছে আওয়ামী লীগের দুটি পক্ষ। এতে নিহত হয়েছেন দুই জন। আহত হয়েছেন ১০ জন। শনিবার রাতে উপজেলার মোসলেমগঞ্জ বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
|নিহতরা হলেন কালাই পুনট বাজারের মোন্নাপাড়া গ্রামের আফতাব হোসেন ও মাহিস্যপাড়ার চারু মহন্তের ছেলে রতন মহন্ত। আহতরা হলেন-উপজেলার পুনট গ্রামের রানা, মুছা, বায়জিদ সোবাহান, মহসিন, নাসির।
প্রত্যক্ষদর্শী ও কালাই থানা সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ অনুষ্ঠিত হয়ে যাওয়া কালাই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মিনফুজুর রহমান মিলন জয়ী হলেও দলটির নারী ও পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হেরে যায়। এ নিয়ে শনিবার সন্ধ্যায় তর্কাতর্কির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, মোসলেমগঞ্জ বাজারে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এজন্য পুলিশ ১১৩ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।