রাজশাহীতে জুল মিল শ্রমিকদের বিক্ষোভ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ এপ্রিল ২০১৯, ১২:১১ পিএম

বকেয়া বেতন ভাতাসহ ৯ দফা দাবিতে তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ ও লাঠি মিছিল করেছেন রাজশাহী জুল মিল শ্রমিকরা।
মঙ্গলবার (০২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের কাটাখালী এলাকায় জড়ো হয়ে শ্রমিকরা লাঠি ও পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন।
এ সময় তারা জুট মিলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। এছাড়া মঙ্গলবার থেকে টানা ৭২ ঘণ্টার ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা।
বিক্ষুব্ধ জুট মিল শ্রমিকরা জানান, জানুয়ারি মাস থেকে তাদের বেতন ও ভাতা বন্ধ। বকেয়া বেতন, মজুরি কমিশন বাস্তবায়ন ও উৎসব ভাতাসহ ৯ দফা দাবিতে রবিবার (৩১ মার্চ) থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করেছেন।
রাজশাহী জুট মিল শ্রমিক ইউনিয়নে সভাপতি জিল্লুর রহমান জানান, আগে ৪ হাজার ১৫০ টাকা বেতন ছিলো। বর্তমানে সর্বনিম্ন ৮ হাজার ৩শ' টাকা ঘোষণা হলেও তা বাস্তবায়ন হয়নি।
বকেয়া বেতন, মজুরি কমিশন বাস্তবায়ন ও উৎসব ভাতা দেওয়াসহ শ্রমিকদের ৯ দফা দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন চলতে থাকবে।