কক্সবাজারে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদকবিক্রেতা নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ মে ২০১৯, ১০:৫২ এএম
কক্সবাজারে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদকবিক্রেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ মে) ভোরে সমুদ্র সৈকতের ঝাউবনে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। তাৎক্ষণিকভাবে নিহত দু’জনের পরিচয় জানা যায়নি।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দাবি, দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
কক্সবাজার র্যাব-১৫ ব্যাটালিয়নের কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, সাগরপথে একটি ইয়াবার চালান আসবে, এমন সংবাদের ভিত্তিতে ভোরে ঝাউবন এলাকায় অবস্থান নেয় র্যাবের একটি দল। এ সময় টের পেয়ে মাদকবিক্রেতারা র্যাবকে লক্ষ্য করে ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাদকবিক্রেতারা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দু’জনের মরদেহ, একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।