×

জাতীয়

রাঙ্গামাটিতে সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৭, ০১:৪২ পিএম

   
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় অনাধি রঞ্জন চাকমা (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত অনাধি রঞ্জন চাকমা উপজেলার চিরঞ্জীব দোজরপাড়া এলাকার বাসিন্দা এবং একই এলাকার মৃত কুমুজ্যা চাকমার ছেলে। তিনি পাহাড়ে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত পাহাড়িদের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সমর্থক বলে দাবি করেছে সংগঠনটি। তারা এই ঘটনার জন্য নবগঠিত ইউপিডিএফ (গণতান্ত্রিক) কে দায়ী করেছে। তবে ইউপিডিএফ (গণতান্ত্রিক) উল্টো এই হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফকে দায়ী করেছে। ইউপিডিএফ মুখপাত্র ও সংগঠক বাবলু চাকমা জানান, শনিবার সকাল পৌনে ১০টার দিকে অনাধিকে নানিয়ারচর সতের মাইল ও আঠারো মাইলের মধ্যবর্তী চিরঞ্জীব দোজরপাড়া এলাকার নিজ বাসা থেকে ডেকে বের করে গুলি করে হত্যা করে নবগঠিত ইউপিডিএফ(গণতান্ত্রিক) এর কয়েকজন সশস্ত্র ক্যাডার। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন। তবে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর আহ্বায়ক তপন জ্যোতি চাকমা বর্মা জানান, অনাধিসহ ৫/৭ জন ইউপিডিএফ কর্মী কয়েকদিন ধরে আমাদের সঙ্গে যোগাযোগ করছিলো আমাদের দলে যোগ দিতে। আজ সকালে তারা আমাদের দলে যোগ দিতে আসার পথেই তাদের গুলি করে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফকে দায়ী করেছেন। নানিয়ারচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ বলেন, আমরা ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App