গাজীপুরে লাগেজ থেকে তরুণীর লাশ উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৭, ০২:০৮ পিএম
লাগেজ থেকে গাজীপুরে আনুমানিক ২২ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের পরনে হলুদ রংয়ের বাটিকের কামিজ এবং কালো সালোয়ার রয়েছে।
জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, চৌরাস্তা এলাকার জয়দেবপুর ময়মনসিংহ মহাসড়কের কাপাসিয়া-কিশোরগঞ্জ বাসস্টপেজে রাস্তার পাশে রাতে একটি লাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে রাত একটার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাগেজ খুললে বস্তায় ভরা তরুণীর লাশ পায়।
পরে লাশটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। লাগেজে মেয়েদের ব্যবহৃত কিছু জামা-কাপড় পাওয়া গেছে।
দুর্বৃত্তরা অন্যত্র তাকে শ্বাসরোধে হত্যার পর লাগেজে ভরে লাশ এখানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা।