এরশাদের অসমাপ্ত কাজ করতে চান পুত্র সাদ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩৭ পিএম

সংসদের বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ। বাবার মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে চান তিনি। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
তার আগে মা সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদের গাড়িতে করে কার্যালয়ে যান। গাড়ি থেকে নেমে সোজা দ্বিতীয় তলায় গিয়ে পার্টির চেয়ারম্যান চাচা জিএম কাদেরের সঙ্গে কুশল বিনিময় করেন। সেখানে আগে থেকেই অবস্থানকারী মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ সিনিয়র নেতাদের সঙ্গে কোলাকুলিও করেন।
মনোনয়ন ফরম সংগ্রহ করার পর প্রতিক্রিয়া জানিয়ে সাদ এরশাদ বলেন, বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য নির্বাচনে প্রার্থী হতে চাই। দল যদি মনোনয়ন দেয় তাহলে রংপুর তথা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।
এক প্রশ্নের জবাবে সাদ বলেন, আমি রাজনীতির বাইরে কখনই ছিলাম না। ছোটবেলা থেকেই রাজনীতি দেখে এসেছি। আমি রাজনীতির সাফারারও ছোটবেলাতেই হয়েছি। পাঁচ বছর বয়সে কেন্দ্রীয় কারাগারে হাজত খেটেছি। সম্ভবত এত কম বয়সে আর কোনো রাজনীতিবিদককে কারাগারে যেতে হয়নি।
এ সময় তার সঙ্গে ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার, মাসুদ উদ্দিন চৌধুরী, যুবনেতা লিয়াকত হোসেন খোকা এমপিসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।