‘হায় হোসেন, হায় হোসেন’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৪ এএম



তাজিয়া মিছিল
কারবালার বিয়োগান্ত ঘটনার স্মরণে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলে অংশ নিয়েছেন হাজারো মানুষ। বুক চাপড়ে তারা ‘হায় হোসেন, হায় হোসেন’মাতম তুলেছেন। খালি পায়ে মিছিলে অংশ নেয়া মানুষের কাতারে রয়েছেন ঘণ্টা পড়া তরুণরা। তারা কেউ কেউ আবার শোকগীতি (নওহা) পড়তে পড়তে যাচ্ছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে পুরান ঢাকার হোসেনি দালান থেকে মিছিলটি শুরু হয়। কালো, লাল ও সবুজ নিশান নিয়ে হেটে চলেছেন অসংখ্য নারী-পুরুষ ও শিশু। তরুণদের হাতে হাতে দীর্ঘ লাঠির মাথায় পতাকা। মিছিলের সামনে রয়েছে কালো কাপড়ের ইমাম হোসেনের (র.) তাজিয়া (প্রতীকী কবর)। পেছনে কালো-লাল-সবুজের নিশান উড়িয়ে, কারবালার শোকের মাতম উঠেছে হাজার হাজার মানুষের কণ্ঠে।
[caption id="attachment_162206" align="aligncenter" width="700"]
তাজিয়া মিছিল[/caption]
তাজিয়া মিছিলটি পুরান ঢাকার বকশিবাজার থেকে উর্দ্দুরোড, লালবাগ চৌরাস্তা, ঘোড়া শহীদের মাজার, আজিমপুর, নিউমার্কেট হয়ে শেষ হবে ধানমন্ডি লেকের কাছে জিগাতলায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাজিয়া মিছিলে শরীর রক্তাক্ত করা, দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন নিষিদ্ধ করেছে।
