বিদ্যুৎস্পৃষ্টে ইন্দোনেশিয়ান নাগরিকের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৮ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন নিউ রমনা সাব স্টেশন নামে বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্টে এক ইন্দোনেশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। নিহত তৌফিক (৪৫) মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতো। মঙ্গলবার ( ১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী ইঞ্জিনিয়ার মো. রাসেল জানান, তারা ঢাবি'র কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন নিউ রমনা সাব স্টেশন নামে ১৩২/৩৩ কিলো ভোল্টেজ বিদ্যুৎকেন্দ্রে কাজ করেন। তৌফিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। থাকেন নারায়ণগঞ্জ সাইনবোর্ডে ভুইঘর এলাকায়। তৌফিক ইন্দোনেশিয়ান নাগরিক। সকালে কেন্দ্রের ভিতরে ফ্লোরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান।