রাজশাহীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৭, ০১:২৭ পিএম
রাজশাহী মহানগরীর বড়কুঠি এলাকার পদ্মা নদীর পাড় থেকে অজ্ঞাত (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, সকালে বড়কুঠি পদ্মাপাড়ের লোকজন নদীতে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, নদীর স্রোতের সঙ্গে দূরে কোথাও থেকে মরদেহটি ভেসে এসেছে। তার পরনে কালো ফুলহাতা টি-শার্ট ও টাউজার রয়েছে।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় না পাওয়া গেলে ময়নাতদন্ত শেষে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে বেওয়ারিশ হিসেবেই মরদেহটি দাফন করা হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান ওসি আমান উল্লাহ।