টিকাটুলিতে কাউন্সিলরের কার্যালয়ে র্যাবের অভিযান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯, ০১:১৬ পিএম


র্যাবের অভিযান দেখতে উৎসুক জনতার ভির

র্যাব কমিশনারের কার্যালয়ে অভিযান চালানোয় খুশিতে মিস্টি খাচ্ছেন রাজধানী সুপার মার্কেটের ব্যবসায়ীরা। ছবি: নুরুজ্জামান শাহাদাত।

র্যাব কমিশনারের কার্যালয়ে অভিযান চালানোয় খুশিতে মিস্টি খাচ্ছেন রাজধানী সুপার মার্কেটের ব্যবসায়ীরা। ছবি: নুরুজ্জামান শাহাদাত।

র্যাব অভিযান চালিয়ে কমিশনারের কার্যালয় থেকে মাদক দ্রব্য ও অস্ত্র উদ্ধার করে।
রাজধানীর টিকাটুলি এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর কার্যালয়ে অভিযান চালিয়েছে র্যাব-৩। এ সময় আটক করা হয়েছেন কাউন্সিলর মঞ্জুকে।
বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর) বেলা ১২টায় এ অভিযান শুরু হয়।
[caption id="attachment_173179" align="aligncenter" width="700"]
র্যাবের অভিযান দেখতে উৎসুক জনতার ভিড়[/caption]
ইতিপূর্বে বুধবার (৩০ অক্টোবর) কমিশনার ময়নুল হক মনজু’র বিরুদ্ধে ওয়ারী থানায় চাঁদাবাজির মামলা করে রাজধানীর সুপার মাকের্টের এক ব্যবসায়ী। ওই মামলার পরিপ্রেক্ষিতে কমিশনারের কার্যালয়ে অভিযান চালায় র্যাব-৩।
র্যাব কমিশনারের কার্যালয়ে অভিযান চালানোয় খুশিতে মিস্টি খাচ্ছেন রাজধানী সুপার মার্কেটের ব্যবসায়ীরা। ছবি: নুরুজ্জামান শাহাদাত।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল শফিউল্লাহ বুলবুল জানান, ‘রাজধানীর টিকাটুলি এলাকায় মঞ্জুর কার্যালয়ে অভিযান চালিয়ে মদ ও অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে।’ তাকে নিয়ে বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানো হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
[caption id="attachment_173221" align="aligncenter" width="700"]
র্যাব অভিযান চালিয়ে কমিশনারের কার্যালয় থেকে মাদক দ্রব্য ও অস্ত্র উদ্ধার করে।[/caption]


