মেশিনের আঘাতে ছাপাখানা শ্রমিকের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯, ০৩:৪২ পিএম
রাজধানীর নয়া পল্টন মসজিদ গলির একটি ছাপাখানায় কাজ করার সময় মেশিনের আঘাতে মামুন মিয়া (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে প্রিন্টেস লিমিটেডে নামের ওই কারখানায় এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া। তিনি জানান, দুপুর দেড়টার দিকে তাকে মামুনের সহকর্মীরা উদ্ধার কর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানিয়েছেন, কাজ করার সময় মেশিনের আঘাতে তার মাথা ফেটে যায়। পরে তাকে সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসেন।
সহকর্মী সিদ্দিকুর রহমান জানান, মামুনের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়। থাকতো ফকিরাপুল এলাকায়। প্রিন্টেস লিমিটেড ছাপাখানায় কাজ করে সে ১ মাস ধরে।