ঠাকুরগাঁওয়ে ধান কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৭, ০৫:০১ পিএম
ধান কাটাকে কেন্দ্র করে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল কাদের (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় সোহেল রানা (১৮) নামে আরো একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান তেলিপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আব্দুল কাদের (৩৫) তেলিপাড়া গ্রামের প্রয়াত ইব্রাহিম আলীর ছেলে। আহত সোহেল রানা (১৮) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তেলিপাড়া গ্রামের ৮৭ শতক জমি নিয়ে সামসুল হকের সঙ্গে তার চাচাতো ভাই শহীদ আলীর বিরোধ চলছিল। সকালে সামসুল হক ওই জমিতে তার রোপনকৃত ধান কাটতে গেলে শহীদ আলীর সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আব্দুল কাদের ও সোহেল রানা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে আব্দুল কাদের মারা যান।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে