
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০৯:৩৬ পিএম
আরো পড়ুন
ওড়নায় প্যাঁচানো নবজাতক ময়লাস্তূপে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ০৫:১১ পিএম

ছাপা প্রিন্টের ওড়নায় প্যাঁচানো এক নবজাতক। পড়ে আছে রেললাইনের পাশে ময়লার স্তূপে। ঘণ্টা চব্বিশেক আগে শিশুটি এসেছিল পৃথিবীতে। তবে মেয়ে শিশুটির স্থান হয়নি মায়ের কোলে। কে বা কারা ফেলে তাকে দিয়েছে পরিত্যক্ত আবর্জনার মতো। স্থানীয়দের চোখে পড়ে প্রিন্টের ছাপা ওড়নায় মোড়ানো নবজাতকটি। তারা খবর দেন থানায়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর তেজগাঁও নাখালপাড়ায় ময়লার স্তূপ থেকে পুলিশ উদ্ধার করেছে মৃত নবজাতকে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তেজগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান ধারণা করছেন কেউ মৃত অবস্থায় নাবজাতকটিকে ময়লার স্তূপে ফেলে গেছেন। বিস্তারিত জানতে তদন্ত করে দেখা হচ্ছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ছাপা প্রিন্টের ওড়নায় প্যাঁচানো এক নবজাতক। পড়ে আছে রেললাইনের পাশে ময়লার স্তূপে। ঘণ্টা চব্বিশেক আগে শিশুটি এসেছিল পৃথিবীতে। তবে মেয়ে শিশুটির স্থান হয়নি মায়ের কোলে। কে বা কারা ফেলে তাকে দিয়েছে পরিত্যক্ত আবর্জনার মতো। স্থানীয়দের চোখে পড়ে প্রিন্টের ছাপা ওড়নায় মোড়ানো নবজাতকটি। তারা খবর দেন থানায়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর তেজগাঁও নাখালপাড়ায় ময়লার স্তূপ থেকে পুলিশ উদ্ধার করেছে মৃত নবজাতকে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তেজগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান ধারণা করছেন কেউ মৃত অবস্থায় নাবজাতকটিকে ময়লার স্তূপে ফেলে গেছেন। বিস্তারিত জানতে তদন্ত করে দেখা হচ্ছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।