ধর্মভিত্তিক দল নিয়ে শঙ্কায় জাপা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৪:২১ পিএম

যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিলেন তাদের সম্পর্কে জাতির সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন বলে মনে করেন সংসদে বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। এ প্রসঙ্গে তিনি বলেছেন, সত্যিকার রাজাকারদের তালিকা দেশবাসীর জন্য মঙ্গলজনক।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মানে পুস্পস্তবক অর্পণ শেষে জিএম কাদের একথা বলেন।
ধর্মভিত্তিক রাজনৈতিক দলের এগিয়ে যাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, তারা যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে তা সঠিক নয়। আমরা একই সঙ্গে ধার্মিক ও ধর্মের ব্যাপারে সাম্প্রদায়িক নই। অথচ সেই রাজনীতিই এখন বাংলাদেশে এগিয়ে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এসএম ফয়সল চিশতী প্রমুখ।